সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পর্যটক সেজে থাকা দুইজনের স্কুল ব্যাগে মিলল চারটি অস্ত্র
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৬:১১ PM
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার ঝাউবাগানে অবস্থান করছিলেন দুই যুবক। পর্যটক সেজে থাকা দুইজনের কাঁধে থাকা স্কুল ব্যাগে মিলেছে চারটি অস্ত্র ও গুলি।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাদের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন-মহেশখালী উপজেলার ঘোরকঘাটা উত্তর ঘোনারপাড়া এলাকার জাকারিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, 'সকাল ১১ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে অস্ত্র কেনা-বেচা করছে একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে আমি ও উপ-পরিদর্শক আব্দুস সাত্তারের সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করি।

এসময় দুইজন লোককে সন্দেহ হলে জিজ্ঞাসা করলে তারা পাসপোর্ট করতে এসেছে বলে দাবী করে। পরে তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশীর চেষ্টা করলে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়৷

এসময় তাদের ব্যাগ তল্লাশী করে চারটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড ৭.৬২ বোরের গুলি ও তাদের ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, তারা মূলত অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে এনেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত