সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৬:১৩ PM
আলু, পেঁয়াজ, খোলা ভোজ্য তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির মীর সেলিম ফারুক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া, ক্যাবের সৈয়দপুর উপজেলা সভাপতি এরশাদ হোসেন পাপ্পু ও ডিমলা উপজেলা সভাপতি মহিবুল ইসলাম মিলন।

এতে সভাপতিত্ব করেন ক্যাবের জেলা সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, নিত্য পণ্যের উর্দ্ধগতির কারণে মানুষ বিপাকে পড়ছে। বাজার দর নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত