নড়াইলে দুনীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ক্যাবের সভপতি মওলানা শফিউল্লাহ,সাধারণ সম্পাদক কাজি হাফিজুর রহমানসহ আরো অনেকে। ঘন্টাব্যাপি এই মানবন্ধনে বিভিন্ন শ্রেণী পেশারমানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন দুনীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দু'ডঁ পণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে চলে গেছে। আইনে নিষিদ্ধ থাকলেও খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির হচ্ছে। দুনীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা খোরদের আইনের আওতায় আনার পরামর্শ দেন ।