মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে কৃষকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২২ PM
রাজবাড়ীতে বিএডিসি'র নষ্ট পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্থ্য চার হাজার কৃষককে পূনর্বাসনের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর (বুধবার) সকাল১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় কৃষক সমিতি'র ব্যানারে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, বাংলাদেশ কৃষক সমিতির উপদেষ্টা আঃ সালাম মিয়া, জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী শাখার সভাপতি ছলেমান আলী দুলু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার প্রমূখ ।

বক্তারা বলেন, রাজবাড়ীতে কৃষি উন্নয়ন কর্পোরেশান  (বিএডিসি)'র কাছ থেকে এক কোটি আট লক্ষ টাকার পেঁয়াজের বীজ কিনে কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসব বীজ বপনের পর অংকুরোদ্গম না হওয়ায় কৃষকের স্বপ্ন ভংগ হয়েছে। এতে কৃষকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্য দিকে বীজ এর কারনে এ জেলায় লক্ষ্য মাত্রার চেয়ে সার দশমিক আট হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ কম হবে। রাজবাড়ী জেলায় চার হাজার কৃষকের মাঝে এবার বীজ বিতরণ করা হয়েছে যা নষ্ট বীজ। সারাদেশের মধ্যে পেয়াজ উৎপাদনে রাজবাড়ী তৃতীয় স্থানে । বিএডিসি'র নষ্ট পেঁয়াজ বীজ বপন করে কৃষকের স্বপ্ন ভংগ হয়েছে ।

মানব বন্ধন ও বিক্ষোভ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দেন জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত