মসজিদে নববীর ইমাম পরিচয়ে প্রতারণা করা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, এই প্রতারক ভুক্তভোগীর পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তার যুবকের নাম মো.সবুজ (৩২)।
তিনি জানান, গতকাল (বুধবার) সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি টিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে দরবেশ বাবা পরিচয়ে প্রতারণায় অভিযুক্ত মো.সবুজকে গ্রেপ্তার করেছে।
অভিযোগের বরাতে সিআইডির মুখপাত্র জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা খাতুন (ছদ্মনাম) তার পুত্রবধূর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি কথিত দরবেশ বাবার সঙ্গে যোগাযোগ করেন। দরবেশ বাবা পরিচয়ে প্রতারক সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দেন এবং ভিকটিমের আস্থা অর্জন করেন।
মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রতারক সবুজ জানান, সমস্যা সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। সমস্যার সমাধান না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে বলে ভয় দেখান। বিশ্বাস অর্জনের পর ভিকটিম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রতারকের কাছে পাঠান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি কলাবাগান থানায় গত ১৯ নভেম্বর মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টার তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সবুজ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। সবুজ এবং তার এলাকার বেশ কিছু যুবক এই প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ফেসবুক, ইউটিউব এবং ইমুতে নিজেদের দরবেশ বাবা পরিচয়ে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে।