শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
‘৫ আগস্টের পর জামায়াত কর্মীরা কারো কাছে এক পয়সা চাঁদা চায়নি’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৪:০২ PM আপডেট: ০৬.১২.২০২৪ ৫:৫১ PM
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কখনও আপস করেনি। এখন করছে না, ভবিষ্যতেও করবে না। এই দেশের সব ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি। 

তিনি বলেন, আমরা বলেছি-শক্তভাবে বলেছি, আমাদের এই বাংলাদেশে কোনো মাইনরিটি-মেজরিটি আমরা মানি না। বাংলাদেশের যারাই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছর জাতির জন্য একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি, জনগণ ও দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর পিলখানায় দেশপ্রেমিক বিডিআর কর্মকর্তাদের হত্যা করা হলো। তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো। নির্মমভাবে হত্যার পর লাশগুলো ড্রেনের মধ্যে ভাসিয়ে দিলো। রাতের আঁধারে হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের নিরাপদে পিলখানা থেকে বেরিয়ে যেতে সহায়তা করল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যদি আল্লাহ আমাদের দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা কথা দিচ্ছি, দুর্নীতি করবো না, দুর্নীতির সুযোগ দেব না। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যেন দুনিয়ার মানুষ শিক্ষা নিতে এখানে আসে। আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না, মসজিদ-গির্জা-প্যাগোডার পাহারার দরকার হবে না। যে যার ধর্ম পালন করবে সেখানে কেউ হস্তক্ষেপ করার সাহস পাবে না। মাঝে মধ্যে উসকানি দেওয়া হয়। যারা উসকানি দেয় তারা বিকৃত মস্তিষ্কের। তাদের কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বলা হয় এরা (জামায়াত) যদি ক্ষমতা যায় তাহলে মহিলাদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এক মহিলা সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আপনার ক্ষমতায় গেলে কি বাংলাদেশ থেকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ আফগানিস্তান হবে না, পাকিস্তানও হবে না।

‘আমি বললাম, মহিলারা পেশাগত দক্ষতা প্রমাণে পোশাকের শালীনতা দেখাবেন, তবে দুইটা ভালো জিনিস হাতে পাবেন। একটা হল মর্যাদা, আরেকটি নিরাপত্তা। এখন নারীদের মর্যাদা দেওয়া হয় না, নিরাপত্তা তো নাই। কেন তারা পারবে না? রাসুলে পাক (সা.) যুদ্ধের ময়দানে নারীদের যুদ্ধের সুযোগ দিয়েছেন। আমরা কেন তাদের ঘরে বন্দি করে রাখব? মহিলারা কেন ঘর থেকে বের হবে না? তার কী সামাজিক দায়িত্ব নাই? রাসেল পাক (সা.) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নারীদের অন্তর্ভুক্ত করেছেন, আমরা কেন তাদের বন্দি করে রাখব?

জামায়াত আমির বলেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতর ৫ আগস্টের পর জামায়াত ইসলামের কোনো একজন কর্মী কারও কাছ থেকে এক পয়সা চাঁদা চেয়েছে এমন কোনো নজির নেই। আমরা ভোগের জন্য রাজনীতি করি না। মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি, সেবার রাজনীতি। এজন্য এত জুলুমের নিষ্পেষিত একটি দল, যেকোনো দুর্যোগে সবার আগে হাজির হয়েছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত