রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
টঙ্গীতে মামলার বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩০ PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও তাদের ইন্দনদাতা আসামীরা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার, বাদীপক্ষকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনে আহত ছাত্র আব্দুল্লাহ আল মামুনের পরিবার।

রবিবার বিকেলে টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ আগস্টের ওই আন্দোলনে পুলিশ, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে মামুনের চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের ভাষ্য, `মামুন হয়তো বেঁচে ফিরবে, কিন্তু পৃথিবীর আলো আর কোনোদিন দেখতে পারবে না।" হামলায় জড়িতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হলেও মামলায় একজন কিশোর আসামীর নাম উল্লেখ করায় আসামিপক্ষ মামলাকে মিথ্যা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। 

বাদীপক্ষের দাবি, ওই কিশোরসহ একাধিক আসামীর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তবে আসামিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মামলা দুর্বল করার চেষ্টা করছে। পরিবার ও আন্দোলনকারীরা সকল দোষীদের দ্রুত গ্রেফতার এবং মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী জিয়াউল হাসান স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত