নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ (২৫) নামের এক আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া আসামির ছাব্বির শেখ কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে। সে কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যা মামলার এজাহার নামীয় আসামি। আসামি ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে এ রিপোটর্টি লেখা পর্যন্ত ছিনতাই হওয়া ছাব্বির শেখকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বিরকে গ্রেপ্তার করে। এসময় তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের পথ আটকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা। গত ৮ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে আরবি পড়ে রঘুনাথপুরে নিজ বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষার্থী নাসিম শেখ। চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে গত ২৬ সেপ্টেম্বর নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে বিজ্ঞ আমলি আদালতে পিটিশন দাখিল করেন মা তানিয়া সুলতানা জোনাকি। চলতি সাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন,ছিনতাই হওয়া ওই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর নড়াইল সদর উপজেলার গোবরা বাসট্যান্ড এলাকা থেকে এক আসামি বিল্লাল শেখকে (৫০) হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছিল স্বজনরা। পরে গত ৬ ডিসেম্বর গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।