চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুদিন পর অর্থাৎ ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর শতাধিক দিন পেরিয়ে গেছে। এরমধ্যে প্রচার হয়েছে অন্তত ৮৯৬ ভুয়া খবর।
সামাজিক মাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়া সেসব ভুয়া খবর ও তথ্যের বিষয়ে সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে দেশীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
পরিসংখ্যানে দেখা গেছে, সবথেকে বেশি ভুয়া খবর প্রচারিত হয়েছে সেপ্টেম্বরে, ২৭৬টি। সরকার পতনের মাস ও অক্টোবরে ছড়িয়েছে দুই শতাধিক অপতথ্য। নভেম্বরের প্রথম ১৫ দিনেও ভুয়া খবর ছড়িয়েছে দেড় শতাধিক। এসব ভুল তথ্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল রাজনীতি কেন্দ্রিক ঘটনার অপতথ্য।
আশঙ্কাজনকভাবে ভুল তথ্য ছড়িয়েছে জাতীয়, ধর্মীয় এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক ইস্যুতে। আর্থিকসহ একাধিক প্রতারণায়ও ভুয়া তথ্যের ব্যবহার লক্ষণীয় ছিল এই ১০০ দিনে। এছাড়া এই সময়ে বর্তমান সরকারকে জড়িয়ে ৯৯টি গুজব প্রচার করা হয়েছে।
অপতথ্যের সবচেয়ে বড় শিকার ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে জড়িয়ে ৯০টি অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ৭২টি গুজব প্রচার করা হয়েছে।
দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে যথাক্রমে ২৪টি ও ১৮টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে সমানসংখ্যক ১৫টি অপতথ্য প্রচার করা হয়েছে।
সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের নামও ভুল তথ্যের এই প্রবাহে জড়িয়েছে, তাকে জড়িয়ে ৮টি অপতথ্যের প্রচার করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানও ১১ বার ভুল তথ্যের শিকার হয়েছেন।
রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ১০০ দিনের এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় সর্বোচ্চ অপতথ্যের শিকার হয়েছে বাংলাদেশ পুলিশ। এই সময়ে একক বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ ৪৭টি অপতথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার, যা সব অপতথ্যের প্রায় ৬৬ শতাংশ। বাংলাদেশ পুলিশকে জড়িয়ে ভুল তথ্য প্রচারের সংখ্যা ১৬টি। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়েও একই সময়ে একাধিক ভুয়া তথ্যের প্রচার দেখেছে রিউমর স্ক্যানার।