শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সিরিয়ায় স্বৈরশাসকের উৎখাতে কুমিল্লায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৪:০১ PM আপডেট: ০৯.১২.২০২৪ ৪:২৫ PM
বাশার আল-আসাদের পদত্যাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দুপুর দেড়টার দিকে আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে গোলচত্বর এসে শেষ হয়।

শিক্ষার্থীরা এ সময় ‘আসাদ থেকে হাসিনা, কোনও স্বৈরাচার টেকে না’, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘কাবুল থেকে দামেস্ক, ঢাকা থেকে দিল্লি- সারা বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘হাসিনা গেছে যেই পথে বাশার গেছে সেই পথে’- ইত্যাদি স্লোগান দেন। 

২০১৭-২০১৮ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, সিরিয়ার স্বৈরাচার পতনে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করি। আমাদের সামনে আরও অনেক বিজয় আছে, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময় আন্দোলন সংগ্রাম করে যাবো। আশা করি, খুব দ্রুত পৃথিবীর সব স্বৈরাচারের পতন হবে। আমরা সবসময় অত্যাচারিত নিপীড়িত মানুষের পক্ষে আছি।’

উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয় ১৯৭১ সালে। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তার মৃত্যুর পর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল-আসাদ। টানা দুই যুগ (২৪ বছর) ধরে প্রেসিডেন্ট পদে ছিলেন।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত