পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
দুর্নীতির বিরুদ্বে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্বতা এই স্লোগানকে সামনে রেখে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো: রাইসুল ইসলাম, মুখ্য আলোচক উপ সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, পিরোজপুর।
সভায় আরো উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার, মঠবাড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল আলম খোকা, সেক্রেটারী রফিকুজ্জামান আবীর, সদস্য ইসরাত জাহান মমতাজ সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।