চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ২ জন ও গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে ১ জনের মৃত্যু হয়।
জানা যায়, মোটরসাইকেলে বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে শিবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। আরেক আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মিজানুর রহমান (৫০) ও তার ছেলে সাগর আলী (২১)। শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিকাল সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুল তলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাবর আলী (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত বাবর আলী গোমস্তাপুর উপজেলার নাজিরপুর পাথরপুজা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।