নিখোঁজের ছয় দিন পর নোয়াখালী সদর উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ সোমবার কালাদরাপ ইউনিয়নের চুলডগি নামক এলাকার একটি বাড়ির শৌচাগারের ময়লার রিংয়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. রবিন হোসেন (১৬)। সে কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক এলাকার মো. ইউনুছের ছেলে।
জানা গেছে, রবিনের বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রবিনও তাঁর বাবার অটোরিকশা নিয়ে মাঝেমধ্যে চালাত। ৩ ডিসেম্বর সন্ধ্যার পর অটোরিকশাসহ নিখোঁজ হয় রবিন। তিন দিনেও তাঁর কোনো খোঁজ না পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রবিনের মা রুনা আক্তার সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরই মধ্যে রুনা আক্তার জানতে পারেন, নিখোঁজ হওয়ার দিন তাঁর ছেলের সঙ্গে মো. জুয়েল (২৪) নামের এক তরুণের ঝগড়া ও ধস্তাধস্তি হয়। পরে রুনা আক্তার জুয়েলের বাড়িতে গিয়ে ঘটনা জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলেন। পরে রুনা আক্তার জুয়েলসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে। কিন্তু জিজ্ঞাসাবাদের পরও ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, সোমবার কালাদরাপ ইউনিয়নে চুলডগি এলাকার জামালের বাড়ির শৌচাগারের ময়লা ফেলার রিংয়ের আশপাশে দীর্ঘ সময় ধরে কুকুর ডাকাডাকি করতে থাকে। তখন বিষয়টি আশপাশের মানুষজনের সন্দেহ হলে তাঁরা রিংয়ের ঢাকনা খুলে দেখেন, ভেতরে একটি লাশ পড়ে আছে। লাশটির মাথা নিচের দিকে, আর পা ওপরের দিকে ছিল। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। বাড়ির মালিক জামাল পুলিশের হাতে অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়া জুয়েলের চাচাতো ভাই। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি রবিনের বলে শনাক্ত করেন।
ওসি কামরুল ইসলাম জানান, উদ্ধার করা লাশের অনেকটাই পচে ফুলে বিকৃত হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া জুয়েলসহ পরিকল্পিতভাবে অটোরিকশাসহ কিশোর রবিনকে অপহরণ করে হত্যার পর লাশ ওই স্থানে লুকিয়ে রাখা হয়েছিল।