অত্যাবশ্যকীয় জিনিস দ্রুত অনুমোদন দিতে ঘন ঘন ক্রয় সংক্রান্ত কমিটির মিটিং হচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এতেই প্রমাণ করে সরকার কর্মব্যস্ত জনগণের জন্য কাজ করছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা এত ঘন ঘন যে ক্রয় কমিটির মিটিং করি। আমরা অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি জিনিসগুলো সব সময় দ্রুত অনুমোদন দেয়। এটা একটা প্রমাণ আপনাদের কাছে যে এ সরকার মোটামুটি কর্মব্যস্ত এবং মানুষের সুবিধা আমরা দেখি। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি, অনেক দেরি করে।
তিনি বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে, যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেয়। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।
এক সঙ্গে সব পণ্যের দাম কমা সম্ভব নয় বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। বাজার বিষয়টিই এমন।
তিনি বলেন, সরকার কর্মব্যস্ত জনগণের জন্য কাজ করছে। পণ্যমূল্যের আন্তর্জাতিক বাজার আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে এখন। বাজার স্থিতিশীল আছে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল যা কেটে গেছে। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে।
অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই ক্রয় সংক্রান্ত বৈঠক করা হয়; আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে; যাতে পণ্যের ঘাটতি না হয়।