বান্দরবানে দুই দিনের ব্যবধানে কঙ্কাল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) পাহাড় থেকে একটি মানব কঙ্কাল ও বুধবার (১১ ডিসেম্বর) সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এভাবে কঙ্কাল ও অজ্ঞাত মরদেহ পাওয়ার ঘটনা এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার ১২টার দিকে বান্দরবান পৌর সভার মধ্যমপাড়া এলাকার সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে মঙ্গলবার বান্দরবান পৌরসভার কালাঘাটা ফেঞ্চি ঘোনা এলাকার পাহাড় থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এলাকায় কঙ্কাল ও অজ্ঞাত মরদেহ পাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ওসি মো. মাসুদ পারভেজ বলেন,মানব কঙ্কালটি পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টের জন্য আর পরিচয় সনাক্তে মরদেহটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।