রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কন্যা সন্তানের বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রাব্বী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১:৪১ PM
মাগুরার শহরের পারনান্দুয়ালী এলাকায় গুলিতে নিহত মেহেদী হাসান রাব্বী কন্যাসন্তানের বাবা হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মাগুরা শহরের ল্যাব সিটি নামে একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রাব্বির স্ত্রী রুমী খাতুন।

নিহত রাব্বির ভাই ইউনুস আলী বলেন, রাব্বি যখন মারা যায় তার স্ত্রী রুমি সন্তানসম্ভবা ছিল। রাব্বির মৃত্যুর পর বুধবার রাতে ঘর আলো করে কন্যা সন্তান জন্ম দিয়েছে। আফসোস, ভাই তার মেয়েকে দেখে যেতে পারল না। তার সন্তানও কোনোদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সকলের কাছে শহীদ রাব্বির সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। 
বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর ছেলে মাগুরার বিএনপির নেতা মিথুন রায় চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাগুরায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের গুলিতে মেহেদী হাসান রাব্বী নিহত হন। ঘাতকের বুলেট সন্তানের কাছ থেকে তার বাবাকে চিরতরে নিয়ে গেছে। রাব্বীর পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে গুলিবিদ্ধ হন রাব্বী। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহত রাব্বি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত