কালিয়াকৈরের মৌচাক এলাকায় ধাওয়া দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তাজবির হোসেন শিহান। ২৬ বছর বয়সী শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মাজার রোডের সামনে পৌঁছালে ধারালো অস্ত্র হাতে কয়েকজন যুবক ধাওয়া দিয়ে তাকে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।