টঙ্গীতে মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা উপলক্ষে ময়দান দখলকে কেন্দ্র করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাওলানা যোবায়ের অনুসারীরা।
বৃহস্পতিবার দুপুরে ১টা থেকে ২টা পর্যন্ত স্টেশন রোড ও মন্নুগেট এলাকায় অবরোধ করে তারা। এসময় সাদ অনুসারীদের একটি গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা। এতে গাড়িতে থাকা সাদ অনুসারী ৩ জন আহত হয়। পরে দুপুর দুইটার দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
আহতরা হলেন, আতাউর রহমান, রেজাউল ইসলাম, বশির আহমেদ শিকদার। আহতদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাওলানা যোবায়ের অনুসারীদের দাবি, সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার পর ময়দান বুঝে নেবেন, কিন্তু তারা আগেই ময়দান দখল করার পায়তারা শুরু করেছে। তাছাড়া ২০১৮ সালের এক হামলার বিচার দাবি করেন তারা।
ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় টঙ্গী অঞ্চল জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার এম এন নাসির উদ্দিন বলেন, মাওলানা জুবায়ের অনুসারী আলেমগণ কোন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন তা আমাদের জানা নেই। তাদের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি।