রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
‘আ.লীগের পক্ষে’ বলা ইউএনওকে ফেরাতে বিএনপি-জামায়াতের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৬:০৯ PM
ফরিদপুরের সদরপুরের ইউএনওকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। 

বক্তারা বলেন, ‘সদরপুরে শহীদদের স্মরণে সভা ও সংবর্ধনা সভায় এবং সভাশেষে ইউএনও আল মামুন এ ধরনের কোনও বক্তব্য দেননি বা কোনও সময়ই বলেননি। আমরা সদরপুরের ইউএনও’কে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়ার জন্য এবং সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য দেন– সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, জামায়াতে ইসলামী সদরপুর শাখার আমির দেলোয়ার হোসেন, যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, সদরপুর উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুমন মাতুব্বর, সদরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিব সিয়াম প্রমুখ।

বুধবার জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সভায় ফরিদপুরে জনপ্রশাসন বিভাগের সংস্কার কমিটির চেয়ারম্যান ও ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে প্রশ্নোত্তর পর্বে সদরপুরের ইউএনও ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)’– এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে ইউএনও আল মামুনকে মৌখিকভাবে (তাৎক্ষণিক) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই কর্মকর্তার প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত