মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গৌরবময় ও সাফল্যের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে  বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ করে। দলীয় কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ বাঘার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আরিফুজ্জামান আরিফ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকার,যুগ্ম-সম্পাদক মো.ফারুক আহমেদ, পৌর কৃষকদলের সভাপতি মো.শহিদুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো.মামুন মন্ডল,সাংগঠনিক সম্পাদক হাসান মানিক প্রমূখ। 

আলোচনা সভা শেষে কেক কাটা এবং সাধারণ কৃষকদের মাঝে ধানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত