মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ফেনীতে অপহরণের চারদিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৬ PM
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অপহরণকারীর দেয়া তথ্যের ভিত্তিতে ফেনী শহরতলীর  দেওয়ানগঞ্জ রেল লাইনের পাশের ডোবা থেকে ৪য় শ্রেণির শিক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ।  

জানা যায়, গত সোমবার ফেনীর একাডেমী এলাকার আতিকুল আলম সড়ক থেকে প্রাইভেট পড়ে আর বাসায় ফেরেনি শিশুটি।  অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়। 

এদিকে সন্তানকে উদ্ধারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন সোহাগ। পরিবারের তথ্যের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের  বাবা মাঈন উদ্দিন সোহাগ বাংলাদেশ রেড ক্রিস্টে ফেনী শাখায় কর্মরত। আহনাফ পরিবারের সঙ্গে ফেনী শহরেই বসবাস করতো। তাদের গ্রামের বাড়ি ফুলগাজী উপজেলার জয়পুরে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার  হাবিবুর রহমান আটককৃতদের তথ্য নিশ্চিত করেন। উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন)  নোবেল চাকমা, পিপিএম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ ফেনী মডেল থানা মর্ম সিংহ ত্রিপুরা, অফিসার ইনচার্জ, ফেনী জেলা গোয়েন্দা শাখা, মোঃ সামসুজ্জামান, ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ইকবাল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) আব্দুস ছাত্তার, ফেনী মডেল থানার এসআই (নিরস্ত্র)/ মোঃ মোতাহের হোসেন ও ডিবির এসআই (নিরস্ত্র) স্বপন কুমার দাশ সহ অন্যান্য অফিসার ও ফোর্স সহ একটি টিম গঠন করিয়া তদন্ত ও অভিযান কালে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নিহতের বাবা সোহাগ জানান, আজ বাদ মাগরিব ফেনীর জিএ একাডেমী স্কুল মাঠে ১ম জানাযা ও ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর আনসার আলী ফকির জামে মসজিদ মাঠে রাত নয়টায় ২য় জানাযা অনুষ্ঠিত হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত