সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
জুরাছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা প্রদান
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৯ PM
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জুরাছড়ি জোন কর্তৃক স্থানীয় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় এর কতিপয় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে "শিক্ষা সহায়তা প্রদান" করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি। এছাড়াও জুরাছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোঃ নাজমুল হক, এছাড়াও এই জোনের আওতাধীন স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, কারবারি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রী সহ আনুমানিক ৩০ জন উপস্থিত ছিলেন।

জুরাছড়ি জোনের কোয়ার্টার মাষ্টার লেফটেন্যান্ট রিফাত ইবনে তাজ এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান। অতঃপর প্রধান অতিথি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, আজকের এই দিনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের কতিপয় মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান করার জন্য, যাতে তারা আসন্ন এসএসসি পরীক্ষায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে জুরাছড়ির জন্য গৌরব বয়ে নিয়ে আসে।

অভিভাবকের উদ্দেশ্যে জোন কমান্ডার আরো বলেন, পার্বত্য অঞ্চলের এই দূর্গম এলাকায় নানাবিধ প্রতিকূলতার মাঝেও আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার প্রতি যে মনোযোগ দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সন্তানদের নিয়ে আপনাদের স্বপ্ন পূরনের এই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে আমরাও আনন্দিত। আমি আশা করি, তাদের একাগ্রতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে তারা আপনাদের, আমাদের তথা এই জুরাছড়িবাসীর মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠান শেষে আগত অতিথিগণ জুরাছড়ি জোন কর্তৃক আয়োজিত চা চক্রে অংশগ্রহণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত