সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
চাঁদাবাজির তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর বিএনপি নেতার হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮:২০ PM
গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান তার ভাইকে নিয়ে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে।

জানা যায়, শ্রীপুর প্রেস ক্লাবে বিজয় দিবসের প্রস্তুতিমূলক এক আলোচনা সভা চলাকালে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান ও তার ভাই নিজাম উদ্দীন সহযোগীদের নিয়ে শ্রীপুর প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর এ হামলা করে।

হামলায় শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত