গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান তার ভাইকে নিয়ে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে।
জানা যায়, শ্রীপুর প্রেস ক্লাবে বিজয় দিবসের প্রস্তুতিমূলক এক আলোচনা সভা চলাকালে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান ও তার ভাই নিজাম উদ্দীন সহযোগীদের নিয়ে শ্রীপুর প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর এ হামলা করে।
হামলায় শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে।