সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
‘যেকোন সময় দেশে অঘটন ঘটে যেতে পারে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:০৪ PM
জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে গিয়ে ব্যক্তিস্বার্থে চাঁদাবাজি ও সিন্ডিকেটসহ তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। 

রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড. আমিনুল করিম রুমী জানিয়েছেন, যেকোন সময় দেশে অঘটন ঘটে যেতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা। ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জুলাই বিল্পবে চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের গৌরব স্মারক তুলে দেন অতিথিরা। সেইসাথে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও সাংবাদিকদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এর আগে এক আলোচকরা বলেন, দেশে যখন সংস্কার চলছে, তখনও উত্যক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। চাঁপাইনবাবগঞ্জসহ দেশের পিছিয়ে পড়া জেলার সমন্বিত উন্নয়ন না হলে দেশের অগ্রগতি হোঁচট খাবে বলে উল্লেখ করেন ড. আমিনুল করিম রুমী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত