জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে মহালছড়ি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য এবং মহালছড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের আমীর মো. ইলিয়াস হোসেন, মহালছড়ি বাজার বিশেষ ইউনিট সভাপতি হাজি ফরিদুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহালছড়ি উপজেলা শাখা মো. ইসমাইল হোসেন, মহালছড়ি বাজার বিশেষ শাখার সাধারণ সম্পাদক বলেন মো. জামাল উদ্দিন, মহালছড়ি টিম সদস্য মো. মামুন, মানিকছড়ি মুসলিমপাড়া ইউনিটের সভাপতি মহর আলী, মাইসছড়ি ইউনিটের সভাপতি বদি আলম প্রমুখ।
এসময় কর্মী ও সুধী সমাবেশে মহালছড়ি উপজেলার ছাত্রশিবির ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মোমেন বলেছেন, ৫ আগস্ট দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে জনতার মুক্তি মিলেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গায়ের জোরে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতার টিকে থাকা যায় না। আজ তারাই পালিয়ে গেছে যারা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। দেশের স্বার্থে ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, আমরা দল, ধর্ম ও গোষ্ঠীর ভিত্তিতে জাতিকে আর বিভক্ত হতে দেব না। জাতিকে ভাগ করার দিন শেষ হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসররা বছরের পর বছর ধরে মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতার বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতেই হবে। জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের জনসাধারণের নিকট একটি আস্থাশীল দল হিসেবে পরিগনিত হচ্ছে। যে দল ক্ষমতায় অধিষ্ঠিত হলে হিন্দু-মুসলিম তথা সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তিনি সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে সকলকে একত্রিত হওয়ার আহবান জানান।