শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
টঙ্গীতে সাদপন্থীদের মামলার প্রতিবাদে জোবায়ের পন্থীদের থানা ঘেরাও
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৮:১৬ PM
আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের চলমান বিরোধ নিষ্পত্তি না হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়েছে টঙ্গী জুড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে র‍্যাব টহল জোরদার করেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধ করে মাওলানা যোবায়ের অনুসারীরা। এসময় মাওলানা সাদ অনুসারী মুরুব্বিদের বহনকারী একটি গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জন এজাহারভুক্ত ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে মামলা করেন সাদপন্থীরা। 

মামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচী পালন করেছে যোবায়েরপন্থীরা। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনারের কার্যালয় ঘেড়াও করে স্মারকলিপি প্রদান করে তারা।

জানা যায়, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার থেকে বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়ের পন্থীদের কয়েক হাজার অনুসারী অবস্থান নিয়েছেন। তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনেও কয়েক হাজার সাদপন্থী মুসল্লী অবস্থান করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে চারপাশে এবং দুই থানার সামনে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী।
 
২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিস্পত্তি হয়নি। ইতোমধ্যে শুরায়ে নেজাম (যোবায়েরপন্থী) তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থীদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়ের পন্থীরা ময়দান না ছাড়ায় সাদপন্থীরা ময়দানে আসতে পারছে না। 

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানায়, গতকাল বৃহস্পতিবার জুবায়ের পন্থীদের হামলায় আমাদের ৫ জন সাথী আহত ও একটি গাড়ি ভাংচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজন অজ্ঞাত নামা আসামী উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গোপনীয়তার স্বার্থে আসামীদের নাম প্রকাশ সম্ভব নয় বলে জানান তিনি। 

এ বিষয়ে শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থীদের মিথ্যা মামলা প্রতিবাদে আজ বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মাওলানা সাদ অনুসারীদের গাড়িতে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।  

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার এম এন নাসির উদ্দিন বলেন, মাওলানা যোবায়ের অনুসারীরা আমাদের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা আছে।

প্রসঙ্গত আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়ের পন্থীরা করতে দিবে না বলে বিরোধ চলছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত