গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কথিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে খুলনা প্রেস ক্লাবের আলহাজ্জ্ব লিয়াকত আলী অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে গণসংলাপে তিনি আরও বলেন, ‘ভারতীয় গণমাধ্যমের একটি অংশ এবং সরকারি দল নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের সহযোগিতা করে যাচ্ছে।’
এসময় বিশেষ অতিথি ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু।
আরও বক্তব্য দেন খুলনা মহানগর, জেলা ও থানার নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা গণসংহতি আন্দোলন আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল।
গণসংলাপ অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকল অনতিবিলম্বে চালু করার দাবি জানান।