চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হাফিজুর রহমান সুরুজ (৩৫) একই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে। ককটেল বিস্ফোরণের পরপরই আলামত পানি দিয়ে ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, শীতে নষ্ট হবার আশঙ্কায় নিজ বাড়ির ছাদে কিছু ককটেল রোদে শুকাতে দেন সুরুজ আলী। পরে দুপুরে ককটেলগুলো সংরক্ষণ করার জন্য ব্যাগে ভরতে গেলে ছাদেই একটি ককটেলের বিষ্ফোরণ ঘটে।
পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আর ককটেল বিস্ফোরণের কোন আলামতও পাওয়া যায়নি।