রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
স্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ হাসিনা আবার আসবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:৩৮ AM
খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এমন ঘটনা ঘটে।

প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, জনতা ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেয় এবং মাস্টারকে অবরুদ্ধ করে। 
এসময় উত্তেজিত জনতা স্টেশন মাস্টার মাসুদ রানা রনি, জিআরপির থানার ওসি ও ডিআইও এর উপর আক্রমণের চেষ্টা করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে পুলিশে সোপর্দ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসররা এখনও সক্রিয় রয়েছেন এটাই তার প্রমাণ। তারা দেশের মধ্যে একটি অশান্তি সৃষ্টির জন্য এধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করছেন। 
সদর থানার ইন্সপেক্টর শাহাজাহান আহমেদ জানান, নিরাপত্তাজনিত কারণে আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নেয়া হয়েছে। সে ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রিপল ই সাইন এর কর্মচারী। এ বিষয়ে রেলওয়ে থানা আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত