শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
এক গণকবরেই পাওয়া গেল ‘এক লাখ মরদেহ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৪ PM
দামেস্কের বাইরে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংগঠনের প্রধান মুয়াজ মুস্তাফা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাবেক সরকারের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছে। 

টাস্ক ফোর্সের প্রধান মুস্তাফা আরও বলেন, দামেস্ক থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) উত্তরে আল-কুতাইফাহ নামক স্থানে এই গণকবরটির অবস্থান। গত কয়েক বছরে এই এলাকায় যে পাঁচটি গণকবরের সন্ধান তিনি পেয়েছেন, এটি তারই একটি। তার দাবি, খুব রক্ষণশীল হিসেব করলেও এখানে অন্তত এক লাখ মরদেহ রয়েছে।

মুস্তাফা বলেছেন, তিনি নিশ্চিত যে এই পাঁচটি স্থানের বাইরেও আরও গণকবর রয়েছে। এসব গণকবরে শুধু সিরিয়ান নয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক এবং অন্যান্য বিদেশিদেরও কবর দেওয়া হয়েছে। তবে মুস্তাফার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ ও তার দমন পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে পরিণত হয়। প্রায় ১৩ বছর ধরে চলা এই গৃহযুদ্ধের সময় আসাদ বাহিনীর হাতে কয়েক লাখ সিরিয়ান নিহত হয়েছে বলে ধারণা করা হয়। বাশার আল আসাদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতন ও গণ মৃত্যুদণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে।

আসাদের সরকারের পতনের পরপরই সিরিয়ায় যান মুস্তাফা। আল কুতায়ফাহ গণকবরে দাঁড়িয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোর নিউজকে সাক্ষাৎকার দেন তিনি। সেখান থেকেই রয়টার্সের সাংবাদিকের সঙ্গেও কথা বলেন। মুস্তাফা জানান, আসাদের গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সামরিক হাসপাতালগুলোয় সংগ্রহ করা হতো। পরে সিরিয়ার বিমানবাহিনী সেগুলো গণকবরে নিতো।
মুস্তাফার দাবি, ‘আমরা এমন কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে পেরেছিলাম, যারা এসব গণকবরে কাজ করেছিলেন। পরবর্তী সময়ে তারা হয় নিজেরাই সিরিয়া থেকে পালিয়ে যান। নয়তো আমরা তাদের পালাতে সহায়তা করি।’ তার সংগঠন কবর খননের কাজে বাধ্য বুলডোজার চালকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি।

আসাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ এসব গণকবর অরক্ষিত পড়ে থাকায় উদ্বেগ জানান মুস্তাফা। তদন্তের স্বার্থে প্রমাণাদি সংরক্ষণের জন্য এর সুরক্ষা নিশ্চিতের দাবি জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত