মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন।
গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক শহীদুল ইসলাম সদর থানায় অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার বলেন, বিজয় দিবস উপলক্ষে প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বলেশ্বর নদের পুরাতন খেয়াঘাটের শহীদ বেদিতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাদের গালমন্দ করে।
বিশ্ববিদ্যালয়ের নামে করা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলতে চাইলে আমরাই তা খুলে ফেলি। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে শহরের ক্লাব রোডের একটি হোটেলে নাশতার জন্য যাই। সেখানে আমাদের ওপর কিছু লোক হামলা করে। এতে প্রক্টর মুহাম্মদ মুছা খান ও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।