শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
‘শাহবাগীদের’ বিচার করা নিয়ে যা বললেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৪২ PM আপডেট: ১৭.১২.২০২৪ ৪:৫০ PM
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শাহবাগীদের’ দাবিতে যাদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে- তাদেরও আবার বিচারে ফিরিয়ে আনা হবে, ইনশাআল্লাহ। আর যেসব ‘শাহবাগী’ সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিলো, জনগণ তাদেরও বিচার চায়।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ এই সমাবেশ ও বিজয় র‍্যালি আয়োজন করে।

বিজয় র‌্যালির আগে দেয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন, আজ থেকে কয়েক বছর আগে (২৮ অক্টোবর ২০০৬ সাল) আজকের দিনেই আল্লাহর কিছু বান্দাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। এই বাংলাদেশের পথ খুঁজে পেতে অনেক রক্ত দিতে হয়েছে।

আমাদের বন্ধুদের কী অপরাধ ছিল, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের কোনও অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। যারা মেরেছে, এরা মানুষ নয়, এরা পশু। আল্লাহতায়ালার ভাষায়, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এই মজদুর পরিবারগুলো সেদিন আদালতে গিয়ে বিচার চেয়েছিল, মামলাও হয়েছিল। কিন্তু ক্ষমতার গরমে সে মামলা খেয়ে ফেলা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, বাংলাদেশ সাক্ষী, আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনও আগ্রাসীদের কাছে কোনও হেজিমোনিস্টদের কাছে বিক্রি করবো না, করতেও দেবো না। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না। কারণ এই দেশে তাদের বাচ্চা-কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চাদেরকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে- তারা এদেশে সন্ত্রাস করে ত্রাসের মাধ্যমে এই দেশকে শোষণ করেছিল।

জামায়াত আমির বলেন, আগামীতে এদেশে কেউ তাঁবেদারি তৈরি করতে এলে ছাড় দেওয়া হবে না। বারবার বুকে রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না। শেখ পরিবারকে উদ্দেশ করে তিনি বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত