মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডোমারে ট্রাক-মিথিলা সংঘর্ষে নিহত ১
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪১ PM
নীলফামারীর ডোমারে দ্রুতগতির একটি ট্রাক ও ব্যাটারীচালিত মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ডোমার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় দেবীগঞ্জ নীলফামারী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল অনুমান পোনে দশটায় ডোমারের অভিমুখে আগত ব্যাটারীচালিত মিথিলাটিকে দেবীগঞ্জ অভিমুখি একটি দ্রুতগতির ট্রাক ঘটনাস্থলে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে মিথিলার ড্রাইভার ও দুইযাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেকারপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে জমশের আলী(৪৫),বোদা উপজেলার চিলাপাড়ার জামাল মিয়া (৫০) ও একই এলাকার মৃত আজমল হোসেনের ছেলে মো. ভোলা (৩৮)। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিটকবর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ভোলাকে মৃত ঘোষনা করেন।

ডোমার থানার সেকেন্ড অফিসার এসআই কাজল কুমার রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পতিত মিথিলাটি উদ্ধার করা হলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত