মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিজয় দিবসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৫১ PM
মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বাপাউবো ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে যাত্রাবাড়ি কলোনি মাঠে এক প্রীতি ভলিবল খেলা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও অমপ(প্রশাসন) এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক  পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলাম।

প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। ভলিবলে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ভলিবল দল এবং রানার্স আপ হয় কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা ভলিবল দল। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো পানি ভবন ভলিবল দল ও ড্রেজার পরিদপ্তর ভলিবল দল।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল মোঃ রাফিউস সাজ্জাদ। 

এছাড়াও ঢাকা পানি উন্নয়ন সার্কেল -১ এর তত্ত্বাবধায়ক  প্রকৌশলী ও পরিষদের সাধারন সম্পাদক দেওয়ান আইনুল হক, পরিচালক , জনসংযোগ পরিদপ্তর ও পরিষদের সদস্য মোস্তফা খান ,পরিচালক, কর্মচারি পরিদপ্তর ও পরিষদের সদস্য মোঃ আব্দুল মতিন এবং বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-১৯০১ এর সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম,  সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবীর, সম্পাদক, ভলিবল উপপরিষদ শফিক আহমেদ চৌধুরী (অপু)সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাপাউবো সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত