রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সহ মোঃ ফাহিম ফয়সাল ওরফে জিম (২২) নামে একজন বাসযাত্রীকে আটক করা হয়েছে ।
এ সময় উদ্ধার করা হয়েছে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালেশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রা, ভারতীয় মুদ্রা রুপি যার মূল্য ৩৭ লাখ টাকা ।
গ্রেপ্তার মোঃ ফাহিম ফয়সাল ওরফে জিম কুষ্টিয়ার মোঃ আব্দুল মান্নানের ছেলে ।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাজীব আল শরীফ ।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র এসআই মোঃ আব্দুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ই ডিসেম্বর রাত ৮টা- ৫ মিনিটের সময় এসবি সুপার ডিলাক্স নামে যাত্রীবাহী গাড়ী, যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ব-১৫-৩১২০ কে সিগনাল দিয়ে থামিয়ে তল্লাশী করার সময় J-4 সিটের যাত্রী কৌশলে নামিয়া পালানোর চেষ্টাকালে আসামী মোঃ ফাহিম ফয়সাল ওরফে জিম কে আটক করা হয়। এ সময় তার দখলে থাকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এর ১(বি) রুজু করা হয়েছে।