গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৯টায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসেন। সে সময়ে তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও শহিদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।
এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে ৫ বছর ৪ মাস তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। আর চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম জানান, মাইকেল চাকমাসহ শেখ হাসিনার আমলের সকল গুমের ঘটনার তদন্ত করা হবে।
শেখ হাসিনার আমলে জীবনের ৫ বছর চার মাস কোথায় গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। ২০১৯ সালের ৯ এপিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখমুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেননি উচ্চ আদালত। শেখ হাসিনার পতনের একদিন পর মুক্তবাতাসে ফেরেন এ ইউপিডিএফ নেতা। জীবনের এতগুলো বছর অন্ধকার কুটিরে রাখার সঙ্গে জড়িতদদের বিচার চেয়ে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকটি গোয়েন্দা সংস্থার বিচার দাবি করেন তিনি।
মাইকেল চাকমার অভিযোগ, খাগড়াছড়িতে এক সমাবেশকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান,
শেখ হাসিনা রেজিমের গুমের প্রত্যেকটি ঘটনার তদন্ত করা হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে।