চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মল্লিকপুর গরুর হাটে শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি মো মনিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২০) ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)।
মাসুদ রানা নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে দেওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখতে দেখা যায়।
এ ঘটনায় আহতরা হলেন, জালালের ছেলে সুমন (১৮), আলমের ছেলে রজব আলী (১৪), রাব্বানীর ছেলে আরমান (১৬) ও ফিরোজের ছেলে ইমন (১৫)। তারা সবাই ফতেপুর ইউনিয়নের খোলসি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুল জানান, কয়েকদিন আগে পেয়ারা বাগান কেন্দ্রিক মল্লিকপুর খলসি এলাকার লেবার সর্দার সালাম এবং বাহির মল্লিকপুর এলাকার লেবার শাহীন গ্রুপের মারামারির ঘটনা ঘটে। নিহত দুইজনকে সালামের পক্ষের লোক বলছেন স্থানীয়রা।
তিনি আরও বলেন, ওই মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এছাড়া মঙ্গলবার বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালেও দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ সময় লোকজন তাদের থামিয়ে দেয়। পরে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
সব মিলিয়ে এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।
ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।