সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ আয়োজন নিয়ে দুঃসংবাদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ PM
লোক সংগীতের সবচেয়ে বড় আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৯ সাল পর্যন্ত টানা ৫ বার আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী এই বিশেষ সংগীতানুষ্ঠানটি। বলা বাহুল্য, এই আসর নিয়ে কমবেশি সারা বছরই অপেক্ষায় থাকেন দেশের লোকসংগীত ভক্তরা।

বলা হয়ে থাকে, লোকসংগীত বাঙালি জাতির ঐতিহ্য। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। সে দিকটি বিবেচনা করে ২০১৫ সালে সান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। মূলত করোনা মহামারি এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর বসেনি ফোক ফেস্টের আসর।

তবে এখনও একরকম প্রতিক্ষায় রয়েছেন লোকসংগীত ভক্তরা। বিশেষ করে যখন গেল অক্টোবরে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ষ্ঠ আসর আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ফোক ফেস্ট’ আয়োজন করা হবে। সে থেকে এবারের আয়োজন নিয়ে একটু বেশিই আশা করেছিলেন ভক্তরা। কিন্তু এবার আয়োজকরা দিলেন এক দুঃসংবাদ!

বুধবার দুপুরে সান কমিউনিকেশনস-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সংগীতজ্ঞদেরও শিডিউল নেওয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।’

তানভীর হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের কনসার্ট নিয়েও ভেন্যু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্র্যাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে।’

বিকল্প ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, সে প্রসঙ্গে সান কমিউনিকেশনস এর এই কর্মকর্তা বলেন, ‘বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেওয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত