রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
জেনেভা ক্যাম্পে বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:১৪ PM
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ ১৪০ কোটি টাকা। বিপুল পরিমাণ এ বকেয়া পরিশোধ না হওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসির পক্ষ থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

পরে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করতে বাধা দেবে না—এমন শর্তে রাত ৯টায় ফের বিদ্যুৎ সংযোগ সচল করে প্রতিষ্ঠানটি।

ডিপিডিসি জানায়, ১৫-২০ দিন আগে তারা ক্যাম্প নেতাদের সঙ্গে মিটিং করে। তাদের লিখিত চিঠিও দিয়েছে। ডিপিডিসি বলেছিল, প্রথমে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার নিতে, এরপর আবাসিকে মিটার। এজন্য তাদের সময়ও দেওয়া হয়। তবে সে সময় পার হয়ে গেছে, তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে শ্যামলী জোনের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকা এবং প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তা না রাখায় জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি।

এ বিষয়ে ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ বলেন, বকেয়া বিলের ইস্যু তো ছিলই, এর সঙ্গে আমরা বারবার বলছিলাম প্রি পেইড মিটার স্থাপন করতে দিতে। কিন্তু তা তারা দিচ্ছিল না। এদিকে বকেয়া বিদ্যুৎ বিল বেড়েই যাচ্ছে। আমরা বাধ্য হয়ে লাইন কেটে দেই। রাতে ক্যাম্পের দায়িত্বে থাকা শওকত ক্যাম্পের পক্ষে প্রি পেইড মিটার স্থাপনের বিষয়ে লিখিত দেওয়ার পর আমরা আবার লাইন চালু করে দিয়েছি।

তথ্যমতে, জেনেভা ক্যাম্পের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১৪০ কোটি টাকা। ক্যাম্পের বিদ্যুৎ সংযোগের বিষয়ে আদালতে মামলা ছিল। সে মামলা কয়েক মাস আগেই নিষ্পত্তি হয়েছে। সরকারের পক্ষে রায় দিয়েছে আদালত, ফলে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত