"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন প্রমুখ।
বক্তারা বিদেশে যেতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আলোচনা করেন। সবশেষে রেমিটেন্স যোদ্ধা দু'জনকে সম্মাননা প্রদান করা হয়।