কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে ১০ দিন পর হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে। এতে নতুন করে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত।
শাহপরীর দ্বীপের জেলে শফিকুল ইসলাম বলেন, ইঞ্জিনচালিত নৌকায় করে রাতে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে, মিয়ানমার সীমান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে থাকে। এতে ঘর থেকে আর বের হতে পারিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের রাখাইনের পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্কসহ নাফনদীতে টহল জোরদার করেছেন।
এর আগে রাখাইনের মংডু শহর ও বাংলাদেশের সঙ্গে থাকা রাখাইনের সীমান্ত পুরোপুরি আরাকান আর্মি দখলে নেওয়ার দাবি করলে, তখন বাংলাদেশি জেলেসহ সেন্টমার্টিনে আসা-যাওয়া করা ট্রলারগুলোকে সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছিল।