দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।
খবর পেয়ে খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ গণমাধ্যমকে জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।
তিনি বলেন, ডাকাতদলের সদস্যদের হাতে অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে অভিযানে না গিয়ে প্রথমে তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।
ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়।
ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে।
রূপালী ব্যাংকের ওই শাখার ভেতরে অন্তত তিনজন ডাকাত রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন।
তিনি বলেন, “তাদের কাছে অস্ত্র আছে বলে জানা গেছে। তবে কোন গোলাগুলি হয়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তারা ব্যাংকের পিওনকে দিয়ে খাবার চাচ্ছে।”