রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
মাগুরায় ‘স্নাইপার’ শর্টগানের টেলিস্কোপসহ আটক ৫
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৯ PM আপডেট: ১৯.১২.২০২৪ ৬:৩৯ PM
মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে। 

বুধবার রাতে শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে আটক পাচজনের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তলের ১০০ রাউন্ড গুলি, একটি শর্ট গানের টেলিস্কোপ স্নাইপার, ৫টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র। এসব তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান। 

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে রাতেই আমরা থানা হেফাজতে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে র‍্যাব ও পুলিশের সদস্যরাও ছিলেন।

আটক পাঁচজন হলেন- মাগুরা পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল (২১)। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত