শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মাকে বেঁধে রেখে ফিল্মিস্টাইলে মেয়েকে ধ'র্ষণের ঘটনায় যা জানা গেল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৩ PM আপডেট: ১৯.১২.২০২৪ ৯:১৬ PM
লক্ষ্মীপুরের কমলনগরে ঘরে ঢুকে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। 

পুলিশ জানিয়েছে, গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের একটি গ্রামের ওই ঘটনায় নির্যাতনের শিকার তরুণীর বাবা বাদী হয়ে বুধবার রাতে কমলনগর থানায় মামলা করেন। 

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার চরকাদিরা এলাকায় অভিযান চালিয়ে রনি হোসেন ও আশরাফ উদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, রিকশা চালক বাবা ফেনীতে অবস্থান করায় বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার এক তরুণীর বসতঘরের দরজা ভেঙে প্রতিবেশী মো. রনিসহ পাঁচ যুবক ভিতরে প্রবেশ করে। 

এসময় তারা তরুণীর মাকে হাত ও মুখ বেঁধে ফেলে এবং তাদের মধ্যে থেকে একজন তরুণীর কক্ষে গিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েকে রক্ষায় মা বারবার আকুতি করলেও ধর্ষকের মন গলেনি। 

খবর পেয়ে পরদিন তরুণীর বাবা বাড়িতে আসলে বিএনপির স্থানীয় এক নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা ঘটনার বিচারের নামে কালক্ষেপণ করেন। কিন্তু অভিযুক্ত রনির লোকজন তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করায় দিশেহারা হয়ে গত সোমবার তিনি সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে  মামলা দায়ের করেছেন। পুলিশ তল্লাশি চালিয়ে ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত