গাজীপুরের টঙ্গীতে ময়মনসিংহগামী বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে পাথরবোঝাই ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর ওপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ানওয়ে (ময়মনসিংহগামী) ভোরে হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ব্রিজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুল খায়ের গ্রুপের ঢাকা কংক্রিট কোম্পানির মানবসম্পদ ও প্রশাসন (এইচআর অ্যান্ড এডমিন) বিভাগের এক কর্মকর্তা জানান, ওই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। গাড়িটি দুর্ঘটনায় পড়লে চালক এবং তার সহকারী (হেলপার) দৌড়ে পালিয়ে যায়।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, বড় ব্রিজ নির্মাণের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। বড় ব্রিজ নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো। ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসেবে অনেক আগেই সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা ব্রিজ নদী থেকে তুলে নতুন করে তৈরি করা হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপথের বড় ব্রিজ থাকলেও বেইলি ব্রিজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদীর ওপরে টঙ্গী-আব্দুল্লাহপুরে দুই সংযোগস্থলে দুটি বেইলি ব্রিজ আছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ এবং অপরটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়াতের সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) লিয়াকত আলী জানান, বেইলি ব্রিজ ভেঙে গেলেও উড়ালসেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে। তবে উড়ালসেতুর নিচ দিয়ে বেইলি ব্রিজ ব্যবহার করে যেসব যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।
জিএমপির ট্রাফিক বিভাগ তাদের ফেসবুকে পেজে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করে লেখা হয়, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীর বেইলি ব্রিজটি আজ (শনিবার) ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।