সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
পণ্য নিয়ে আবারও বাংলাদেশের জলসীমায় ‘পাকিস্তানের জাহাজ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:১৭ PM
পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে বাংলাদেশে এসেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান’ নামের জাহাজটি। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, শুক্রবার করাচি-দুবাই হয়ে জাহাজটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জলসীমায় পৌঁছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে। আগামীকাল রবিবার দুপুর ২টার দিকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে।’

জাহাজটির বাংলাদেশের এজেন্ট রিজেন্সি লাইনস লিমিটেডের অপারেশন ম্যানেজার ইসমাইল আহমেদ বলেন, ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান জাহাজটিতে ৯৯৭টি বক্স আছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে নামবে ৭৮০ বক্স। দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে ১০৫ বক্সে ১২৬ একক কনটেইনার এবং পাকিস্তানের করাচি থেকে তোলা হয়েছে ৬৭৮ বক্সে ৬৯৯ একক কনটেইনার।’

চট্টগ্রাম বন্দরে যেসব কনটেইনার খালাস হবে সেগুলোর মধ্যে রয়েছে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিকস, সুতা, ডলোমাইট লুম্পস, ন্যাচারাল ডলোমাইট, ড্রাই ফিশ (শুঁটকি), ইউপিএস, আলু, রেডিয়েটর কোর ইত্যাদি।

প্রসঙ্গত, দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান’ জাহাজটি চালু করেছে। রিজেন্সি লাইনস লিমিটেড জাহাজটির বাংলাদেশের এজেন্ট। পানামার পতাকাবাহী জাহাজটি এর আগে গত ১১ নভেম্বর প্রথমবার দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত