রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
অধ্যক্ষ মুসা কা‌জে‌মের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ PM
কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপ‌জেলাধীন উজান‌টিয়া এ,এস, আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মৌলানা মুসা কা‌জে‌মের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন উজান‌টিয়া ইউনিয়‌নের এক বা‌সিন্দা।

গত বৃহস্পতিবার এমন একটি চিঠি গণমাধ্যম এর হাতে আসে। এ বিষয়ে জানতে চাইলে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, যাচাই বাছাইয়ের পর দুদক সিদ্ধান্ত নেবে। উজান‌টিয়া ইউনিয়‌নের বা‌সিন্দা ‌মোঃ মিনহাজ এই আবেদনটি করেন। 

চিঠিতে তিনি বলেন, গত ১০ ডি‌সেম্বর দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক) চেয়ারম‌্যান বরাবর কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপ‌জেলাধীন উজান‌টিয়া এ,এস, আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মৌলানা মুসা কা‌জে‌মের সীমাহীন দুর্নী‌তি তদন্ত‌ের আবেদন‌টি ক‌রি, আবেদ‌নে অধ‌্যক্ষ মৌলানা মুসা কা‌জেম দা‌য়িত্ব প্রাপ্ত এ,এস, আলিম মাদ্রাসার বি‌ভিন্ন খাত থে‌কে যে টাকা মাদ্রাসা ফা‌ন্ডে জমা হয় তা ও‌নি কোন ব‌্যাংকে‌র মাধ‌্যমে নির্বাহ না ক‌রে নি‌জের ইচ্ছেমত ভাউচার তৈরী ক‌রে যাবতীয় খরচা‌দি প‌রিচালনা ক‌রেন। এছাড়াও দে‌শের বিদ‌্যামান আইন অনুযায়ী গভর্ন‌ি‌ং ব‌ডির ক‌মি‌টির মাধ‌্যমে মাদ্রাসা প‌রিচালনা করার বাধ‌্যবাধকতা থাক‌লেও মৌলানা মুসা কা‌জেম নি‌জে‌কে মাদ্রাসার মা‌লিক দাবী ক‌রে বি‌ভিন্ন দপ্ত‌রে হুংকার দি‌য়ে ব‌লে বেড়ান "আমিই তো মা‌লিক, তাই ক‌মি‌টির দরকার নাই" এসব কর্মকান্ড যা দে‌শের প্রচ‌লিত আইনের সা‌থে বড় ধর‌নের গাদ্দারী ব‌টে।

এ কারণে চিঠির মাধ্যমে এ বিষয়ে যথাযথ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দুদককে বিশেষভাবে অনুরোধ করেন এই বা‌সিন্দা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত