নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকার শিমুলতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আলিজা খাতুন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
শিশুটির বাবা আলতাফ হোসেন জানান, আগুন লাগার সময় তিনি সন্তানকে ঘরে রেখে আগুন নেভানোর চেষ্টা করছিলেন এবং তার স্ত্রী সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকছিলেন। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ায় শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র সন্তানকে আগুন নিয়ে নিল। এখন আমি কীভাবে বাঁচব?
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে ছয় কক্ষবিশিষ্ট দালান ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
তিনি আরও জানান, প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
কায়েস মোল্লা বলেন, আগুনে আমার নাতনিকে নিয়ে নিল। বাড়ি ঘর সব শেষ হয়ে গেল। প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।