রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
পীরগাছা থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৯ PM
রংপুরের পীরগাছা থানার উদ্যোগে প্রায় তিনশো শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পীরগাছা থানা চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। 

তিনি বলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ শীতে কষ্টে থাকে। শীতার্তদের কথা ভেবে পীরগাছা থানা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মাহমুদুল হাসান, পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী, তদন্ত ওসি তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন থানা এসআই রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাহ আলম প্রমুখ।

এব্যাপারে পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, পীরগাছা থানা পুলিশের উদ্যোগে আমরা শীতার্তদের শীতবস্ত্র দিচ্ছি। এছাড়াও আমরা যখন রাতে বের হই। ডিউটি থাকা অবস্থায় বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে যারা শীতে কাতর হয়ে থাকে। তাদের শীতবস্ত্র দিয়ে শীত নিবারণের চেষ্টা করে আসছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত