পুলিশ ফাঁড়ির অদূরে সাড়ে চার ঘণ্টা পড়ে ছিল শিহানের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ PM
সম্প্রতি ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে হত্যার শিকার হন তাজবীর হোসেন শিহান।
শিহানের বাবা তানভীর হোসেন নান্নু বলেন, মৌচাক পুলিশ ফাঁড়ির ১০০ গজের মধ্যে আমার ছেলেটাকে হত্যা করা হলো। ছেলেটা সড়কে পড়ে ছিল সাড়ে চার ঘণ্টা, কেউ উদ্ধার করতে এগিয়ে এলো না। মৌচাক ফাঁড়িতে খবর দেওয়া হয়। সেখান থেকে বলা হয়েছিল, এটি হাইওয়ে পুলিশের দায়িত্ব। হাইওয়ে পুলিশকে জানানোর পর তারা বলেছে, মৌচাক ফাঁড়ির দায়িত্ব। এমন পরিস্থিতিতে ছেলেটা সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।
তিনি আরও বলেন, এরপর আমার স্ত্রী দায়িত্বশীল একজনকে অনুরোধ করলে লাশ উদ্ধার করেছিল মৌচাক পুলিশ ফাঁড়ি। ছেলের পায়ে ও রানে ধারালো অস্ত্রের কয়েকটি কোপ ছিল। আমার ধারণা দীর্ঘ সময় সেখানে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে হানিফ স্পিনিং মিলের মূল গেটের এক নিরাপত্তাকর্মী বলেছেন, শিহানকে রাস্তায় পড়ে থাকতে দেখে সকাল ৭টার দিকে আমরা মৌচাক ফাঁড়িতে খবর দিই। সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা এসে বলেছেন, এটি দেখার দায়িত্ব হাইওয়ে পুলিশের; আমাদের নয়। এই কথা বলে তারা চলে গেছেন। কিন্তু তখন হাইওয়ে পুলিশের কাউকে আমরা পাইনি। ফলে সাড়ে ৯টা পর্যন্ত ওই শিক্ষার্থী পড়ে ছিল।
সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আমিনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলার পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে পুলিশ। প্রথমে আনোয়ার হোসেন নামের একজন চোরাই মোবাইল কারবারির কাছ থেকে তাজবীরের ফোনটি উদ্ধার করা হয়। পরে আনোয়ার হোসেনকে গ্রেফতার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল আসামিদের শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা স্বীকার করেছে শিহানকে ছুরিকাঘাত করার ২০ মিনিট আগে একই এলাকায় কাভার্ডভ্যান চালক মাসুদুর রহমানকে ছুরিকাঘাত করে ছিনতাই করেছিল। শিহানকে হত্যার উদ্দেশ্যে ছিল না তাদের। ছিনতাইকালে শিহান তাদের সঙ্গে ২-৩ মিনিট ধস্তাধস্তি করেছে। তাই হাঁটুতে আঘাত করেছে। কিন্তু হাঁটুতে আঘাত করলে শিহানের মৃত্যু হবে এটা ছিনতাইকারীরা বুঝতে পারেনি।